দেশজুড়ে

টাঙ্গাইলে ফিলিংস্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

টাঙ্গাইলে তেল ভর্তি একটি লরিকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ওই বাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিনটি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটেনি। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় নাহিদ ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। এতে করে ওই এলাকায় যান চলাচল প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল।নাহিদ ফিলিংস্টেশনের ম্যানেজার সাজ্জাদ হোসেন পাপন জানান, ফিলিংস্টেশনের পাশে ৯ হাজার লিটার তেলসহ একটি লরি দাঁড়িয়েছিলো, তার পাশেই বিডি ফুডের একটি কাভার্ড ভ্যানও ছিল, এসময় ঢাকাগামী একটি যাত্রবাহী বাস পাম্পে ঢোকার সময় লরিকে ধাক্কা দেয়। এতে করে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিনটি গাড়িই পুড়ে ছাই হয়ে যায়।টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবু জাফর জানান, সকাল সাড়ে ৮টার দিকে নাহিদ ফিলিং স্টেশনে একটি তেলভর্তি লরি দাঁড়িয়ে ছিল। এ সময় অপর একটি গাড়ি তাকে ধাক্কা দিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ করে।

Advertisement