করোনাভাইরাসে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩০৭ জন। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা ৩৯৫ জনে এবং শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৮০৭ জনে।
Advertisement
সোমবার (৫ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (রোববার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৭৩৮টি নমুনা পরীক্ষায় ৩০৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ২৮০ জন এবং উপজেলার ২৭ জন।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল জেলা প্রশাসনের ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের একাধিক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসব আদালতে নানা অপরাধে ৩৩টি মামলায় মোট ৯ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে এবং পাঁচ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। এ ছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিত এবং লকডাউন বাস্তবায়নে আজও চট্টগ্রামের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
Advertisement
ইএ/এমকেএইচ