ক্যাম্পাস

ববি ভর্তি পরীক্ষা শুক্র ও শনিবার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৫-১৬ শিক্ষা বর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শুক্র ও শনিবার। বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ১৮টি বিষয়ের এক হাজার ৩শ আসনের বিপরীতে এই ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন করেছেন ২৭ হাজার ৫শ ৬৩ জন শিক্ষার্থী। একেকটি আসনের বিপরীতে গড়ে প্রতিদ্বন্দ্বী প্রায় ২১ জন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) ফয়সল মাহমুদ রুমি জাগো নিউজকে জানান, শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বরিশাল নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে ‘খ’ ইউনিটের ৩২০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবে ৫ হাজার ২শ ৫৫ জন শিক্ষার্থী। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘গ’ ইউনিটের ২৪০ আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবে ৬ হাজার ৫শ ৫৪ জন প্রতিদ্বন্দ্বী। পরদিন শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘ঘ’ ইউনিটের ২শ ৩৫ আসনের বিপরীতে ৮ হাজার ৪শ ৪২ জন এবং একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘ক’ ইউনিটের ৫০৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবে ৭ হাজার ৩শ ২৩ শিক্ষার্থী। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে জানা যাবে বলে জানান, জনসংযোগ কর্মকর্তা রুমি।সাইফ আমীন/এমজেড/আরআইপি

Advertisement