মহামারি করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের স্বল্প পরিসরে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।
Advertisement
রোববার (৪ এপ্রিল) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব (সংস্থাপন-১) আমিনুর রহমান মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের দফতরসমূহ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়সমূহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে জরুরি দাফতরিক কার্য সম্পাদনের জন্য সীমিত পরিসরে প্রয়োজনীয় জনবলের মাধ্যমে সম্পাদন করতে হবে।
এইচএস/এমএসএইচ/জেআইএম
Advertisement