ক্যাম্পাস

লকডাউনে বন্ধ থাকবে ঢাবির অফিস

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে সরকার ঘোষিত লকডাউন অনুযায়ী সোমবার (৫ এপ্রিল) থেকে ১১ এপ্রিল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। তবে, অত্যন্ত সীমিত সংখ্যক লোকবল দিয়ে রেজিস্ট্রার অফিসের জরুরি কার্যাবলি চলবে।

Advertisement

রোববার (৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসময় জরুরি পরিষেবাসমূহ যেমন: পানি, বিদ্যুৎ, গ্যাস, চিকিৎসা, নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ জরুরি ব্যবস্থাপনা এই ছুটির আওতামুক্ত থাকবে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ করা হচ্ছে। জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিদের জন্য বিশ্ববিদ্যালয় নির্ধারিত সীমিত পরিবহন ব্যবস্থা রাখা হবে।

দায়িত্বপ্রাপ্ত নন বিশ্ববিদ্যালয়ের এমন সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে লকডাউনকালে নিজ নিজ বাসায় অবস্থান করতে হবে এবং কেউ কর্মস্থল ও ঢাকা ত্যাগ করতে পারবেন না।

Advertisement

লকডাউনকালে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হচ্ছে। এসময় বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্যও বিবৃতিতে অনুরোধ করা হয়েছে।

এমআরআর/এমকেএইচ