আন্তর্জাতিক

সিরিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত

সিরিয়ায় এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মোতায়েন করবে রাশিয়া। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বুধবার এ ঘোষণা দিয়েছেন। তুর্কি জঙ্গিবিমান সিরিয়ার আকাশসীমায় রুশ এসইউ-২৪এম ফেন্সার যুদ্ধবিমান ভূপাতিত করার একদিন পরই এ ঘোষণা দেয়া হলো।শোইগু বলেছেন, সিরিয়ার হেমিমিম বিমান ঘাটিতে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে। পশ্চিমাঞ্চলীয় সিরিয়ার বন্দর নগরী লাতাকিয়া রুশ এ ঘাটি অবস্থিত।   রুশ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০। প্রতিরক্ষা কাজে এস -৪০০ দীর্ঘ এবং মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এটি  চারশ’ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এ ছাড়া কৌশলগত বিমান ছাড়াও ব্যালাস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারে এটি। কয়েকটি রাডার, ক্ষেপণাস্ত্র লাঞ্চার এবং কমান্ড পোস্ট নিয়ে এ ব্যবস্থা গড়ে উঠেছে।এসআইএস/আরআইপি

Advertisement