এবারের বইমেলায় কথাসাহিত্যিক রণজিৎ সরকারের ২টি বই এসেছে। শিশুরাজ্য থেকে এসেছে মুক্তিযুদ্ধের গল্পের বই। বইটির নাম মুক্তিযুদ্ধের কিশোর গল্প। বইটিতে ২২টি গল্প রয়েছে শিশু-কিশোরদের জন্য। বইটি প্রকাশ প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। মূল্য ২৫০ টাকা।
Advertisement
বইটি সম্পর্কে রণজিৎ সরকার বলেন, ‘এ বইয়ের গল্পগুলো অনেক গল্প মুক্তিযোদ্ধার কাছ থেকে শোনা। শিশু-কিশোররা যেন মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনার কথা গল্পের মাধ্যমে জানতে পারে। সেজন্য স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আমার এ বিশেষ বই।’
এ ছাড়া জ্ঞানজ্যোতি প্রকাশনী থেকে এসেছে ‘করোনাকালে ছুটির ঘণ্টা’ বইটি। এতে সাতটি গল্প আছে। রণজিৎ সরকার এ বই সম্পর্কে বলেন, ‘করোনাকালের নানা রকমের সত্য ঘটনাগুলো নিয়ে সাতটি গল্প লেখা হয়েছে। একটি বইয়ের ভেতর বাংলায় গল্প আছে, আবার সেই গল্পটি ইংরেজিতেও আছে। বইটিতে একের ভেতর দুই করা হয়েছে।’
বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধরী তুলি। অলংকরণ করেছেন শাহীনুর আলম শাহীন। এ ছাড়া রণজিৎ সরকারের আরও ৫০টি বই পাওয়া যাচ্ছে মেলার বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টলে। রকমারি ডটকম থেকেও সংগ্রহ করতে পারবেন।
Advertisement
এসইউ/এমএস