জাতীয়

চট্টগ্রামে একদিনে চারজনের মৃত্যু, শনাক্ত আরও ২৩২

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন আরও ২৩২ জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৩ এবং শনাক্ত ৪১ হাজার ৫০০ জনে।

Advertisement

রোববার (৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, শনিবার (৩ এপ্রিল) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩২ জনের রিপোর্ট পজিটিভ আছে। এদের মধ্যে মহানগরের ২১৯ জন এবং উপজেলা পর্যায়ের ১৩ জন।

এদিকে সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামের বিনোদন কেন্দ্র, কমিউনিটি সেন্টার, পর্যটন কেন্দ্রসহ সব ধরনের জনসমাগম আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। এছাড়া সন্ধ্যা ৬টার পর নিত্যপণ্য-ফার্মেসি ছাড়া দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রশাসন।

Advertisement

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার মহানগরে সরকারি নির্দেশনা না মেনে সন্ধ্যা ৬টার পর দোকান খোলা রাখায় দোকানিদের ১৭ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও স্বাস্থ্যবিধি নিশ্চিত এবং জেলা প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে আজও চট্টগ্রামের বিভিন্ন স্থানে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

এএএইচ/জিকেএস