ফুসফুসে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। ৩১ মার্চ মধ্যরাতে তাকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেদিনই চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
Advertisement
শনিবার (০৩ এপ্রিল) রাত ৯টার দিকে খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে তার শারিরীক অবস্থা আগের চেয়ে ভালো।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফুসফুসের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে এসেছিলেন।
তখন তাকে স্পেশাল কেয়ার ইউনিটে নেওয়া হয়। একদিন পর তাকে কেবিনে হস্তান্তর করা হয়।
Advertisement
বর্তমানে তিনি আগের চেয়ে ভালো আছেন। শরীরে করোনার কিছু লক্ষণ থাকলেও তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ।
ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন হাবিব ওয়াহিদের বাবা ফেরদৌস ওয়াহিদ।
এলএ/এমএইচআর
Advertisement