করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব ব্যাপারী।
Advertisement
শনিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। তার নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গেল সপ্তাহে জ্বর নিয়ে সদর হাসপাতালে ভর্তি হয় আব্দুর রব ব্যাপারী। পরে করোনা পরীক্ষায় পজিটিভ হয়ে সদর হাসপাতালের আইসোলেশন কেন্দ্রে রাখা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার সন্ধ্যায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে শনিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আব্দুর রব ব্যাপারী মাদারীপুর পৌর শহরের চরমগুগরিয়া এলাকার বাসিন্দা। তার মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
Advertisement
তার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক, নির্বাহী কমিটির সহ-সম্পাদক আনিসুর রহমান তালুকদার, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট. জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।
একএম নাসির হক/এসজে/এমকেএইচ