দেশজুড়ে

ব্যানারে ‘নো মাস্ক, নো সার্ভিস’ থাকলেও বাস্তবে ভিন্ন!

জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলছে মেলা। বৃহস্পতিবার (১ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের শাপলা চত্বর এলাকায় শুরু হওয়া মেলার নামকরণ করা হয় ‘বছর পূর্তি আনন্দ মেলা’।

Advertisement

মেলার প্রবেশমুখে লেখা আছে ‘নো মাস্ক, নো সার্ভিস’। কিন্তু মেলায় আসা অধিকাংশ মানুষের মুখে নেই মাস্ক। এমনকি মেলায় থাকা নাগরদোলার আশপাশে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। মানা হচ্ছে না কোনো সামাজিক দূরত্ব।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে এসব দৃশ্য দেখা যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মেলা চালানোর কোনো অনুমতি নেই। শিগগিরই মেলা বন্ধের ব্যবস্থা করা হচ্ছে।

Advertisement

উল্লেখ্য, জেলার করোনা পরিস্থিতির অবনতি ঘটলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লিখিত নির্দেশে নারায়ণগঞ্জে ১ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের পার্ক, পর্যটন ও বিনোদন কেন্দ্র, কমিউনিটি সেন্টার, গান-বাজনার আসর এবং সভা সমাবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।

এস কে শাওন/এসজে/জিকেএস