বরগুনার সদর উপজেলায় এক পাগলিকে খেপিয়ে পালানোর সময় টমটমের ধাক্কায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন।
Advertisement
শনিবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা উপজেলার গৌরীচন্না ইউনিয়নের পূর্বাচল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- উজ্জল (২৩) ও চয়ন শীল (২০)। তারা দুজনই বরগুনা সরাসরি কলেজের শিক্ষার্থী ছিলেন। তবে পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী জানান , রাস্তার পাশে বসে থাকা এক পাগলিকে উজ্জল ও চয়ন খেপিয়েছিলেন। পাগলি ক্ষিপ্ত হয়ে অটোরিকশায় বসে থাকা ওই দুজনকে লক্ষ্য করে ইটের টুকরা ছুড়ে মারতে থাকেন। রক্ষার্থে রিকশাচালক তখন উল্টোদিকে ঘুরিয়ে চালাচ্ছিলেন। এ সময় একটি টমটম এসে রিকশাকে ধাক্কা মারলে তারা দুজনই আহত হন। উদ্ধার করে বরিশাল নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
Advertisement
বরগুনা থানার অফিসার ইনাচর্জ (ওসি) কেএম তারিকুল ইসলাম জানান, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
এসজে/এমকেএইচ