দেশজুড়ে

করোনায় মারা গেলেন রাকাবের এজিএম

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শামীমা ফেরদৌস শিমুল (৪৭)। তিনি রাকাবের মনিটরিং বিভাগের এজিএম ছিলেন।

Advertisement

শনিবার (৩ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রামেক হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৯ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন শামীমা ফেরদৌস। শনিবার (৩ এপ্রিল) সকালে তিনি আইসিইউতে মারা গেছেন।

রাকাবের জনসংযোগ কর্মকর্তা মো. জামিল জানান, শামীমা ফেরদৌস শিমুল রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন। সর্বশেষ ২৬ মার্চ বিকালে স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। এরপর তিনি আর অফিসে আসতে পারেননি।

Advertisement

এএইচ/এএসএম