রাজধানীর হাতিরঝিলে প্রাইভেটকার দুর্ঘটনায় ঝিলিক আলম (২৩) নামে এক নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় নিহতের স্বামী সাকিব আলম ও তাদের বাসার নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ।
Advertisement
শনিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে হাতিরঝিল আমবাগান মূল সড়কের পার্শ্ববর্তী আইল্যান্ডে উঠে পড়া একটি প্রাইভেটকার থেকে ওই নারী ও তার স্বামীকে উদ্ধার করে পুলিশ। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
নিহত নারীর স্বামী বলছে, অসুস্থতার কারণে প্রাইভেটকারে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তিনি। অন্যদিকে নিহতের মা দাবি করেছে- তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
দুপুরে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
তিনি বলেন, হাতিরঝিল থানা পুলিশ নিহত নারীর স্বামী সাকিব আলম ও তাদের বাসার নিরাপত্তাকর্মীকে আটক করেছে। এদিকে নিহত ঝিলিকের মা থানায় এসেছেন। তিনি বাদী হয়ে মামলা করবেন বলে জানা গেছে।
তিনি বলেন, সকাল পৌনে নয়টার দিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে সড়ক আইল্যান্ডে উঠে যাওয়া একটি প্রাইভেটকারের পেছনের ছিটে শায়িত অবস্থায় ছিলেন ওই নারী।
ওসি আরও বলেন, আমরা জানতে পারি তারা স্বামী-স্ত্রী। স্বামী সাকিব আলম নিজেও হালকা আহত। তার বাম হাতে আঘাত লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মৃত ঝিলিকের স্বামী সাকিব আলম জানায়, তাদের বাসা গুলশান ৩৬ নম্বর রোডে। বাসায় অসুস্থ হয়ে পরলে স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে হাতিরঝিল আমবাগান এলাকায় প্রাইভেটকারের চাকা ব্লাস্ট হয়ে যায়। আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনই আহত হন। পরে পুলিশের সহায়তায় হাসপাতালে নিয়ে আসলে মারা যান ঝিলিক।
Advertisement
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, নিহত নারীর স্বামী সড়ক দুর্ঘটনার কথা বললেও তার শরীরে দুর্ঘটনায় প্রাপ্ত আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
টিটি/এআরএ/এমকেএইচ