করোনা পরিস্থিতির উদ্বেগজনক অবনতি ঘটায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে লকডাউন দেয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ কথা বলা হয়েছে।
Advertisement
এমতাবস্থায় ক্রীড়াঙ্গনের সকলের মুখ একটিই প্রশ্ন, তাহলে চলতি বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের কী হবে? লকডাউনের মধ্যে সাত বিভাগের সাত জেলায় চলমান এ বৃহৎ পরিসরে চলমান গেমসের ব্যাপারে কী সিদ্ধান্ত নেবে আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)?
গত বৃহস্পতিবার (১ এপ্রিল) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ গেমসের উদ্বোধন করেছেন। যা শেষ হবে আগামী ১০ এপ্রিল। আগামী সোমবার থেকে যদি লকডাউন দেয়া হয়, তাহলে বাংলাদেশ গেমসের ছয়দিন পড়ে যাবে এর মধ্যে। সে অবস্থায় খেলা চালিয়ে মোটেও সহজ হবে না।
এখন লকডাউনের সিদ্ধান্ত চূড়ান্ত হলে গেমসের খেলা আয়োজন কঠিন হয়ে পড়বে। সেক্ষেত্রে বিওএ কী করবে? এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে, বিওএ উপমহাসচিব আসাদুজ্জামান কোহিনুর জাগো নিউজকে বলেন, ‘এই মুহূর্ত পর্যন্ত (শনিবার বেলা সাড়ে ১২টা) আমাদের সিদ্ধান্ত হলো গেমস পূর্ব নির্ধারিত সূচিতেই চলবে।’
Advertisement
তিনি আরও যোগ করেন, ‘আমরা শুনতে পেরেছি ৫ এপ্রিল থেকে লকডাউন হতে পারে। এ ব্যাপারে আমরা সরকারের কাছ থেকে দিক-নির্দেশনার অপেক্ষায় আছি। আজ ও আগামীকাল, এ দুইদিনে আমাদের গেমসের অনেক খেলাই শেষ হয়ে যাবে। সরকার যদি গেমস নিয়ে কোনো জরুরি বার্তা আমাদের দেয়, আমরা সেটা অনুসরণ করব। আপাতত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হবে।’
আরআই/এসএএস/এমএস