মিথ্যা ঘোষনায় আমদানি করা একটি পণ্যের চালান আটক করা হয়েছে চট্টগ্রাম বন্দরে। ফেব্রিকস ঘোষণা দিয়ে আমদানি করা লেমিনেটেড ফেব্রিকস’র চালানটি আটক করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দরে ৪০ ফুট দীর্ঘ কনটেইনারে আনা চালানটি আটক করা হয়। চালানটিতে ১৯ টন পণ্য রয়েছে, যার মূল্য দেখানো হয়েছে ১ কোটি টাকা।শুল্ক গোয়েন্দা অধিদফতরের উপ-পরিচালক জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার গ্লোবাল বিজনেস হাউসের নামে সম্প্রতি চীন থেকে এক কনটেইনার ফেব্রিকস আসে। এরপর ১৫ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানিকারকের পক্ষে সিঅ্যান্ডএফ এজেন্ট কমিটমেন্ট ইন্টারন্যাশনাল বিল অব এন্ট্রি (নম্বর ১১৮৭৪১৩) দাখিল করে। শুল্ক ফাঁকির চেষ্টার গোপন সংবাদ থাকায় চালানটির ওপর নজরদারি রাখা হয় এবং নমুনা তোলার পর পরীক্ষাগারের ফলাফলে বিষয়টি নিশ্চিত হয়ে চালানটি আটক করা হয়।জীবন মুছা/এআরএস/পিআর
Advertisement