মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শরীয়তপুরের মো. সুলাইমান মোল্লার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে সুলাইমান মোল্লা (৮৪) ও ইদ্রিস আলী সরদার (৬৭) এর বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়ার জন্য আগামী ২২ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।এর আগে গত ২৯ অক্টোবর এই দুজনের বিরুদ্ধে চার অভিযোগ চূড়ান্ত করে প্রতিবেদন প্রকাশ করে তদন্ত সংস্থা। পরে প্রসিকিউশন ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।আসামিরা শরীয়তপুর জেলার পালং থানার ৫ নাম্বার ওয়ার্ডের কাশিপুর মুসলিম পাড়ার অধিবাসী। সোলায়মান মোল্লা ১৯৭১ সালে পাকিস্তানিদেরকে সাহায্য করার জন্য শান্তি কমিটি এবং রাজাকার বাহিনী গঠন করে। এরপর ৭১ এর সময় শরীয়তপুরে হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন অগ্নিসংযোগসহ সব ধরণের মানবতাবিরোধী অপরাধ করেন।সোলায়মান মোল্লা ১৯৬৩ সালের পর মুসলিম লীগের নেতা হিসেবে শরীয়তপুর জেলার পালং থানার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। অপর আসামি গাজী ইদ্রিস আলীও একই ধরণের মানবতাবিরোধী অপরাধ করেন। চলতি বছরের ১৫ জুন সোলায়মান মোল্লাকে আটক করে জেলে পাঠানো হয়। তবে অপর আসামি ইদ্রিস আলী পলাতক রয়েছেন।এফএইচ/এসকেডি/আরআইপি
Advertisement