শিক্ষা

কলেজ খুললেই অনার্স-মাস্টার্সের পরীক্ষা, এ মাসেই সূচি প্রকাশ

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ২৩ মে কলেজ খুলতে পারে। কলেজ খোলার পর প্রথম সপ্তাহেই অগ্রাধিকার ভিত্তিতে ২০২০ সালের স্নাতক প্রথম ও তৃতীয় বর্ষ এবং ২০১৮ সালের মাস্টার্সের শেষ পর্বের পরীক্ষা নেয়া হবে।

Advertisement

এরই মধ্যে পরীক্ষার সময়সূচিও তৈরি করা হয়েছে। শিক্ষার্থীদের প্রস্তুতিতে মনোযোগী করতে এ মাসেই সময়সূচি প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক সেলিম উল্লাহ খোন্দাকার বলেন, ‘আমরা পরীক্ষা গ্রহণের সব ধরনের প্রস্ততি নিয়ে রাখব। পরিস্থিতি স্বাভাবিক থাকলে যেন কলেজ খুললেই পরীক্ষা শুরু করতে পারি।’

তিনি আরও বলেন, ‘সরকার লকডাউন ঘোষণা না করা পর্যন্ত চলমান স্নাতক দ্বিতীয় বর্ষের (বিশেষ) ও ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেয়া হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষাকেন্দ্রে আসনবিন্যাস করেছি। শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের আগে তাপমাত্রা পরীক্ষা করানো হচ্ছে। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষাগুলো নেয়া হচ্ছে।’

Advertisement

নাহিদ হাসান/এএএইচ/জিকেএস