জাতীয়

টিকাদানে ভাটা : ২৪ ঘণ্টায় নিলেন ৪২ হাজার ৩৬০ জন

করোনার সংক্রমণ রোধে দেশব্যাপী চলমান টিকাদান কার্যক্রমে ভাটা পড়েছে। শুরুর দিকে দিনে এক লাখ থেকে দেড় লাখ মানুষের বেশি টিকা নিলেও সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন মাত্র ৪২ হাজার ৩৬০ জন। তাদের মধ্যে পুরুষ ২৪ হাজার ২৯৬ ও নারী ১৮ হাজার ৬৪ জন। টিকা নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ রিপোর্ট করেছেন তিনজন।

Advertisement

এনিয়ে দেশে মোট টিকাগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ১২ হাজার ৭৯১ জনে। তাদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ৬৩ হাজার ৫৯৪ ও নারী ২০ লাখ ৪৯ হাজার ১৯৭ জন। টিকা নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ রিপোর্ট করেছেন ৯৩৬ জন। টিকাগ্রহণের জন্য এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৬৮ লাখ ৩৮ হাজার ৮১৫ জন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় টিকাগ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১১ হাজার ১৯২ জন, ময়মনসিংহ বিভাগে দুই হাজার ৯২৩ জন, চট্টগ্রাম বিভাগে আট হাজার ৫৮১ জন, রাজশাহীতে ছয় হাজার ৩৩৩ জন, রংপুর বিভাগে ছয় হাজার ৪৯৭ জন, খুলনা বিভাগে তিন হাজার ৪৯৭ জন, বরিশাল বিভাগে ৭৪৮ জন এবং সিলেট বিভাগে দুই হাজার ৫৮৯ জন টিকা নেন।

Advertisement

গত ২৭ জানুয়ারি দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। ওইদিন প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রথম দফায় কয়েকশ’ মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়।

এমইউ/এএএইচ/জিকেএস