করোনাভাইরাস সংক্রমণ রোধে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের শর্তে ৬০ ভাগ ভাড়া আদায়ের নির্দেশনা দেয়া হয়। কিন্তু বাড়তি ভাড়া আদায় করা হলেও মেহেরপুরের আন্তঃজেলা বাসে গাদাগাদি করে যাত্রীবহন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
Advertisement
যাত্রীদের জিম্মি করে ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরএম সেলিম শাহনেওয়াজ।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে গাংনী বাস স্ট্যান্ডে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে চলাচলকারী দুটি লোকাল বাসে অভিযান চালিয়ে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত যাত্রী নিয়ে অস্বস্তিকর পরিবেশে বাস যাত্রার মধ্যে জোরপূর্বক অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
Advertisement
মেহেরপুর গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরএম সেলিম শাহনেওয়াজ বলেন, ‘প্রাথমিকভাবে সতর্কমূলক জরিমানা আদায় করা হয়েছে। প্রয়োজনে আইনের কঠোর প্রয়োগ করা হবে।’
আসিফ ইকবাল/এসজে/জিকেএস