দেশজুড়ে

খুলনায় একদিনে করোনা আক্রান্ত ৩৮, মৃত্যু ১

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জনের করোনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনারই ৩৮ জন। এই সময়ে আব্দুল জলিল (৬৫) নামে একজনের করোনায় মৃত্যু হয়েছে।

Advertisement

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজের দেওয়া তথ্য অনুযায়ী, খুলনা মহানগরীর বিকে মেইন রোডের বাসিন্দা আব্দুল গফুরের ছেলে আব্দুল জলিল গত ২৮ মার্চ খুলনা মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি হন। ৩১ মার্চ তিনি মারা যান।

এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনে ৩৭৭ জনের করোনা পরীক্ষায় ৪৯ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে খুলনার ৩৮ জন, বাগেরহাটের ৭ জন, সাতক্ষীরা ২ জন, নড়াইল ও গোপালগঞ্জে ১ জন করে শনাক্ত হয়েছেন।

আলমগীর হান্নান/এফএ/এমকেএইচ

Advertisement