ময়মনসিংহে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ১৩১ মামলায় ২৯ হাজার ৫৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
বুধবার (৩১ মার্চ) ময়মনসিংহ মহানগরী ও ৭ উপজেলায় এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।
তিনি বলেন, মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩১ মামলায় ২৯ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
Advertisement
তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাস্ক বিতরণ করা হয়েছে। করোনা মোকাবিলায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
মঞ্জুরুল ইসলাম/জেডএইচ