দেশজুড়ে

কুয়াকাটা পর্যটন এলাকা ১৫ দিন বন্ধ ঘোষণা

করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে কুয়াকাটার সব হোটেল মোটেল ১৫ দিনের জন্য বন্ধের পাশাপাশি পর্যটকদের অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। ১ এপ্রিল থেকে এটি কার্যকর বলে জানানো হয়েছে।

Advertisement

বুধবার (৩১ মার্চ) রাতে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইতিমধ্যে হোটেল মোটেলসহ স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের এ বিষয়ে অবহিত করা হয়েছে। কুয়াকাটায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে পর্যটকদের নিজ নিজ এলাকায় ফিরে যেতে বলা হচ্ছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে দীর্ঘ ৩ মাস ১৩ দিন বন্ধ থাকার পর গত বছরের ১ জুলাই ১৪ শর্ত মেনে পর্যটকদের জন্য খুলে দেয়া হয় কুয়াকাটা।

Advertisement

এএইচ/এএসএম