দেশজুড়ে

মাদক মামলায় জামিনে বের হয়ে ফেনসিডিলসহ গ্রেফতার আইনজীবী

যশোরের বাঘারপাড়ায় ফেনসিডিলসহ মিজানুর রহমান বিপ্লব (৪৮) নামের এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (৩০ মার্চ) রাতে উপজেলার খাজুরা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বাঘারপাড়া থানায় তার বিরুদ্ধে মামলা করেছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন এতথ্য নিশ্চিত করেছেন।

আটক আইনজীবী মিজানুর রহমান বিল্পব যশোর শহরের খড়কী স্টেডিয়াম পাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে। তিনি এর আগে গত ৫ জানুয়ারি শার্শা এলাকায় ২২ বোতল ফেনসিডিলসহ আটক হয়েছিলেন।

Advertisement

এজাহার সূত্র জানায়, মঙ্গলবার রাতে খাজুরা বাসস্ট্যান্ড সংলগ্ন তেলীধান্যপুড়ায় ফেনসিডিল কেনাবেচা হচ্ছিল। সংবাদ পেয়ে খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক রাশেদ সরদার সেখানে অভিযান চালান। এসময় পুলিশ সদস্যরা মিজানুর রহমান বিপ্লবকে আটক করতে সক্ষম হন। তার জিন্স প্যান্টের পকেট থেকে চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন বলেন, ‘মিজানুর রহমান বিপ্লব সমিতির তালিকাভুক্ত একজন আইনজীবী। তবে সম্প্রতি বিভিন্ন অভিযোগে তাকে সমিতি থেকে সাময়িক বহিষ্কার করা হয়। কয়েকদিন আগে তিনি একটি মাদক মামলায় জামিনে বের হন।’

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, আটক আইনজীবীকে বুধবার আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে শার্শা থানায়ও মাদক আইনে মামলা আছে।

মিলন রহমান/এসআর/এমএস

Advertisement