রাজনীতি

বৃহস্পতিবার আদালতে যাবেন না খালেদা

জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার আদালতে যাবেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার সকালে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, খালেদা জিয়া পুরোপুরি সুস্থ হননি। তিনি বিশ্রামে রয়েছেন। তাই কাল (বৃহস্পতিবার) আদালতে যাবেন না তিনি।পুরান ঢাকার বকশি বাজার আলীয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী বিশেষ জজ আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটির কার্যক্রম চলছে।২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাষ্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক হারুনুর রশিদ। ২০১২ সালের ১৬ জানুয়ারি এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা দায়ের করেন দুদক। এ মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট দুদক অভিযোগপত্র দাখিল করেন।এমএম/আরএস/এমএস

Advertisement