দেশজুড়ে

নাটোরে করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নাটোরে শফিকুল ইসলাম (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মার্চ) সকালে নিজ বাড়িতে মারা যান তিনি। জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

শফিকুল শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী পলাশ আহমেদের ছেলে। তিনি ন্যাশনাল ব্যাংক নাটোর শাখায় কর্মরত ছিলেন।

শফিকুল ইসলামের বাবা পলাশ আহমেদ জানান, বেশ কিছুদিন ধরে ছেলের শরীরে করোনার উপসর্গ ছিল। গত শনিবার নাটোর সদর হাসপাতালে করোনা পরীক্ষার নমুনা দিলে সেদিনই তার করোনা শনাক্ত হয়। তখন থেকে তিনি নিজ বাড়িতেই আইসোলেশনে ছিলেন। আজ সকালে বাড়িতে মারা যান তিনি।

সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, স্বাস্থ্যবিধি মেনে শফিকুল ইসলামের দাফন সম্পন্ন করা হবে। তার পরিবারের সকল সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার নির্দেশ দেয়া হয়েছে।

Advertisement

এফএ/জিকেএস