আন্তর্জাতিক

প্রতিবন্ধী বাসিতের ফাঁসি স্থগিত করেছে পাকিস্তান

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শারীরিক প্রতিবন্ধী আবদুল বাসিতের ফাঁসি আবারও স্থগিত করেছে পাকিস্তান। মঙ্গলবার দেশটির রাষ্ট্রপতি মামনুন হোসাইন এক ক্ষমতাবলে এ দণ্ড স্থগিত করেন। আজ (বুধবার) ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল ওই প্রতিবন্ধীর।তবে এ স্থগিতাদেশ স্থায়ী না-কি অস্থায়ী তা জানানো হয়নি। দেশটির সক্রিয় কর্মীরা জানান, এ প্রতিবন্ধীর মৃত্যু কার্যকর করা হলে এক বছরের মধ্যে ফাঁসির কাষ্ঠে ঝুলানো তিনি হতেন ৩০০তম ব্যক্তি।এদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ মৃত্যুদণ্ড কার্যকর করতে যাওয়ার খবরে মঙ্গলবার ইসলামাবাদের কঠোর সমালোচনা করে। তারা জানায়, বিশ্বের যে সকল দেশে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় পাকিস্তানও লজ্জাজনকভাবে সেসব দেশের নামের তালিকায় অন্তর্ভূক্ত হচ্ছে।হুইলচেয়ারে চলাফেরা করা পক্ষাঘাতে আক্রান্ত আব্দুল বাসিত কীভাবে ফাঁসির মঞ্চে উঠবেন সে ব্যাপারে বিভিন্ন মানবাধিকার গ্রুপ উদ্বেগ প্রকাশ করায় ইতোমধ্যে কয়েকবার তার ফাঁসি স্থগিত করা হয়। উল্লেখ্য, ২০০৯ সালে তাকে এ সাজা দেয়া হয়।মঙ্গলবার অ্যামনেস্টির এক বিবৃতিতে বলা হয়, গত বছর পেশোয়ারে একটি বিদ্যালয়ে তালেবান জঙ্গিরা ভয়াবহ হামলা চালানোর পর পাকিস্তান পুনরায় মৃত্যুদণ্ড কার্যকর শুরু করে এবং এরপর থেকে তারা ২৯৯ জনকে ফাঁসিতে ঝুলায়।অ্যামনেস্টি জানায়, কেবলমাত্র অক্টোবর মাসেই পাকিস্তানে ৪৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেশটিতে ফাঁসি কার্যকরের স্থগিতাদেশ তুলে নেয়ার পর থেকে এ মাসেই সবচেয়ে বেশি লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সূত্র : ডেইলি পাকিস্তান বিএ

Advertisement