রংপুরের গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে শরিফ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার লক্ষিটারী ইউনিয়নের কাশিয়াবাড়ি বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শরিফ ওই এলাকার চর ইশরকুল গ্রামের শহিদার রহমানের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শরিফ মিয়ার সঙ্গে একই এলাকার হড্ডু মজিদের ছেলে আব্দুস সালামের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।ইতিপূর্বে সালাম স্থানীয় কিলার গ্রুপ রক্তের বাঁধন সংগঠনের মাধ্যমে লাঠিয়াল বাহিনী নিয়ে ওই জমি জবর দখলের চেষ্টা করছিল এবং এ ঘটনায় মামলা দায়ের হলে রক্তের বাঁধন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম হাজতবাস করেন। সেখান থেকে জামিনে মুক্তি পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সালামের নেতৃত্বে ২০/৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় কাশিয়াবাড়ি বাজারের মতিনের চায়ের দোকানে শরিফকে একা পেয়ে এলোপাতারি কুপিয়ে হত্যা করে।এরপর হামলাকারীরা ওই মামলার স্বাক্ষী মানিকের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর করে পালিয়ে যায়। খবর পেয়ে রাত ১১টার দিকে গঙ্গাচরা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।স্থানীয়রা আরও জানান, উক্ত রক্তের বাঁধন সংগঠনের ৬০ জন সদস্য নিয়ে গঠিত রফিকুলের কিলার গ্রুপ। যাদের ভয়ে সর্বদায় ভিত থাকে এ জনপদ। নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, রক্তের বাঁধন পারে না এমন কোনো কাজ নেই।গঙ্গাচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডটি ঘটে। ঘাতকদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।জিতু কবীর/বিএ
Advertisement