সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলী। বর্তমানে তিনি, তার সহধর্মিণী রেবেকা সুলতানা ও মেয়ে কানিজ ফাতেমা চৈতী রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।
Advertisement
সোমবার (২৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে এমপিকন্যা কানিজ ফাতেমা চৈতী জানান, তিনিসহ তার বাবা ও মা সবাই করোনায় আক্রান্ত। তবে সবাই এখন অনেকটাই সুস্থ। তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
পরিবার সূত্রে জানা যায়, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী ও তার সহধর্মিণী রেবেকা সুলতানা ২৫ মার্চ এবং তাদের একমাত্র সন্তান কানিজ ফাতেমা চৈতী ২৭ মার্চ করোনায় আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালের ভর্তি হন।
এদিকে এমপির ভাই ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী জানান, রোববার (২৮ মার্চ) তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
Advertisement
এর আগে তার সহধর্মিণী রাবেয়া পারভীন স্বপ্না, ছেলে কাজী রাকিবুল হোসেন শান্তুনু ও শান্তুনুর সহধর্মিণী আফসানা নওমি তাকিনা করোনায় আক্রান্ত হন। বর্তমানে তারা ঢাকার বাসায় চিকিৎসাধীন এবং সবাই সুস্থ আছেন। তিনিসহ তার পরিবারের সবাই সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
রুবেলুর রহমান/এসআর/এমকেএইচ