দেশজুড়ে

বগুড়ায় করোনায় একদিনে মৃত্যু ৫, শনাক্ত ৫০

বগুড়ায় একদিনে করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। রোববার (২৮ মার্চ) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন তারা। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Advertisement

করোনায় মৃতরা হলেন, শেরপুরের সুমন (৩৭), সিরাজগঞ্জের শাজাহান আলী (৭০), বগুড়া সদরের দেলোয়ার হোসেন (৬০), শাহানুর ইসলাম (৪০) এবং বাবলী (৪৫)।

সোমবার (২৯ মার্চ) সকাল ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, রোববার শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ২৯৩টি নমুনায় ৪৯ জনের করোনা পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস’র ছয়টি নমুনায় একজনের করোনা পজিটিভ এসেছে। গত ২৪ ঘণ্টায় সদরে ৪৭ জন এবং দুপচাঁচিয়া, সারিয়াকান্দি ও শিবগঞ্জে একজন করে নতুন করোনায় আক্রান্ত হয়েছেন।

Advertisement

সোমবার সকালে সর্বশেষ পাওয়া ফল অনুযায়ী, এখন পর্যন্ত বগুড়ায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত ১০ হাজার ৩২৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৮১৮ জন এবং মারা গেছেন ২৬০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ২৫০ জন।

এসএমএম/জেআইএম