খেলাধুলা

দ্বিতীয় ম্যাচেও খেলবেন না মুশফিক, অনিশ্চিত শেষ ম্যাচ

বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে সম্ভবত এবারের নিউজিল্যান্ড সফরই প্রথম, যেখানে নেই কোনো সাংবাদিক। বাংলাদেশ ক্রিকেট দল দেশের বাইরে টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সিরিজ বা টুর্নামেন্ট খেলতে গেছে আর সঙ্গে সাংবাদিক বহর নেই- কে দেখেছে কবে?

Advertisement

আর সাংবাদিক বহর সাথে না থাকায় জাতীয় দলের সার্বক্ষণিক খবর পাওয়াও হয়ে পড়েছে দুষ্কর। যে কারণে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কাঁধের ব্যথার কারণে বিশ্রাম নেবেন মুশফিক- এমন খবর মিডিয়ায় খুব একটা চাউর হয়নি। রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় টসের পর একাদশে দেখা যায় মুশফিক নেই।

ফলে দ্বিতীয় ম্যাচের আগেও ভক্ত-সমর্থকদের কৌতূহলী প্রশ্ন, মুশফিক কি কাল খেলবেন? একে তো তামিম ইকবাল নেই। ব্যক্তিগত কারণে দেশে ফিরে এসেছেন। এখন মুশফিকই অন্যতম নির্ভরতা। কিন্তু তিনিও যদি না থাকেন, তাহলে দলের ব্যাটিং শক্তি যে বহুগুণে কমে যাবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ‘মিস্টার ডিপেন্ডেবল’র আগামীকাল (মঙ্গলবার) দ্বিতীয় ম্যাচ খেলা নিয়েও আছে সংশয়। ঢাকায় অবস্থানরত প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু নিশ্চিত করে জানাতে পারেননি মুশফিক খেলতে পারবেন কি না?

Advertisement

জাগো নিউজের সঙ্গে মুঠোফোন আলাপে নান্নু জাগো নিউজকে জানান, আমরা চিকিৎসকের রিপোর্টের অপেক্ষায় আছি। পজিটিভ রিপোর্ট পেলেই কেবল বলা যাবে যে মুশফিক খেলছে।

ওদিকে নিউজিল্যান্ডে দলের সঙ্গে থাকা শেফ দ্য মিশন জালাল ইউনুসও কোন আশার বাণী শোনাতে পারেননি। সোমবার বাংলাদেশ সময় বেলা ২টার (নিউজিল্যান্ড তখন রাত ৯ টা) দিকে জাগো নিউজের সঙ্গে মুঠোফোন আলাপে জালাল ইউনুস বলেন, আমি সম্ভাবনা খুব কম দেখছি। জালাল জানান, মুশফিকের কাঁধে ব্যথা আছে। ব্যথার তীব্রতা বেশি বলেই মনে হয় আমাদের।

কেন মনে হয়? তার ব্যাখ্যাও দিয়েছেন বিসিবি সিনিয়র পরিচালক জালাল ইউনুস। তার ব্যাখ্যা, সাধারণত মুশফিক খেলতে মুখিয়ে থাকে। ছোটখাট ইনজুুরি আর অল্পসল্প ব্যথা বেদনা নিয়ে কখনও না করে না। ঠিক নিজে থেকেই উৎসাহি হয়ে নেমে পড়ে। কিন্তু এবার আর তেমনটা হচ্ছে না। আমরা তাকে কিছুই বলিনি, বলছিও না। তার ওপর ছেড়ে দিয়েছি। এরকম পরিস্থিতিতে মুশফিক আগে বেশ কয়েকবার খেলেছে। কিন্তু এবার আর মাঠে নামেনি। কালও (মঙ্গলবার) নামবে সে সম্ভাবনা কম।

তাহলে কি মুশফিক এই টি-টোয়েন্টি সিরিজে আর খেলতে পারবেন না? ব্যথার কারণে কি তাকে ১ এপ্রিল অকল্যান্ডে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচেও খেলতে দেখা যাবেনা? তার কি তবে এই সিরিজই শেষ?

Advertisement

এমন প্রশ্নের জবাবে জালালের কথা, সেটা এখনই বলা যাচ্ছে না। আমরা শেষমুহূর্ত পর্যন্ত দেখব। মুশফিক আমাদের দলের সেরা ব্যাটসম্যন। দলের অন্যতম ব্যাটিং নির্ভরতা। তাকে খেলাতে চাই, চাইবও আমরা। এখন কাঁধের ব্যথা কমলে মুশফিক নিজের থেকেই জানাবে। কাজেই তার আগে পরিষ্কার বা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এদিকে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটিতে আরও একটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের জায়গায় দলে নেয়া হতে পারে ডানহাতি তাসকিন আহমেদকে।

এআরবি/এসএএস/জেআইএম