খেলাধুলা

অভিষেকে আলো ছড়িয়েও নিজেকে সফল মানছেন না নাসুম

প্রায় দশ বছর ঘরোয়া ক্রিকেটে খেলার পর আন্তর্জাতিক মঞ্চের স্বাদ পেয়েছেন ২৬ বছর বয়সী বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অভিষেক করানো হয়েছে তাকে। নিজের অভিষেক ম্যাচে দলের সেরা বোলার ছিলেন নাসুম। তবু নিজেকে সফল মানতে রাজি নন তিনি।

Advertisement

টস হেরে ফিল্ডিংয়ে নেমে নাসুমের হাতেই প্রথম ওভার বোলিংয়ের দায়িত্ব তুলে দেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সামনে ছিলেন ১০০তম টি-টোয়েন্টি খেলতে নামা মারকুটে ওপেনার মার্টিন গাপটিল। অভিজ্ঞতার বিচারে অসম এ লড়াইয়ে জয়ী ছিলেন নাসুমই। প্রথম ওভারের প্রথম পাঁচ বলে মাত্র ১ রান নিতে পেরেছিলেন গাপটিল।

এরপর সেই ওভারের ষষ্ঠ বলেই নিউজিল্যান্ডের অভিষিক্ত ওপেনার ফিন অ্যালেনকে বোকা বানান নাসুম। সোজা ভেতরে ঢোকা ডেলিভারিতে সরাসরি বোল্ড করে দেন অ্যালেনকে। নাসুমের দ্বিতীয় ওভারে অবশ্য একটি করে চার-ছয়ের মারে ১৩ রান নিয়ে নেন গাপটিল।

তবে নিজের তৃতীয় ওভারেই ঘুরে দাঁড়ান নাসুম। ইনিংসের সপ্তম ওভারে দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে মাত্র ৬ রান খরচায় আক্রমণাত্মক খেলার আভাস দেয়া গাপটিলকে ফেরান অভিষিক্ত এ বাঁহাতি স্পিনার। ফলে তিন ওভার শেষে তার বোলিং ফিগার দাঁড়ায় ৩-০-২০-২। এর সঙ্গে সহজেই যোগ হতে পারত আরও একটি উইকেট।

Advertisement

নাসুমকে তার শেষ ওভারে করতে ঢাকা হয় ইনিংসের ১৫তম ওভারে। ততক্ষণে উইকেটে থিতু হয়ে গেছেন ডেভন কনওয়ে। তাকে ফেরাতেই আনা হয় নাসুমকে। সেই সুযোগও তৈরি করেন নাসুম। ওভারের পঞ্চম বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে শরিফুল ইসলামের হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন কনওয়ে। কিন্তু সেটি ধরার সময় সীমানা দড়ি স্পর্শ করে ফেলেন শরিফুল।

তখন ৪৭ রানে অপরাজিত ছিলেন কনওয়ে। সেই ক্যাচে জীবন পেয়ে পূরণ হয় হাফসেঞ্চুরি। সবমিলিয়ে কনওয়ে খেলেন ৫২ বলে ৯৩ রানের ইনিংস আর তিন উইকেটের বদলে নাসুমের স্পেল শেষ হয় ৪-০-৩০-২ ফিগারে। তাই নিজেকে সফল মানতে পারছেন না নাসুম। আর কিছু রান কম খরচ করলে তখন সফল হতে পারতো বলে মনে করেন তিনি।

দ্বিতীয় টি-টোয়েন্টির ভেন্যু নেপিয়ারে যাওয়ার পথে নাসুম বলেছেন, ‘আসলে সফল আমি মনে করি না। কারণ আমি যদি আরও ১০টা রান কম দিতাম হয়তো আরেকটু ভালো হতো। সফল আমি মনে করতেছি না। সফল বোলার বলতে... ৪ ওভারে ৩০ রান দিছি। এখানে ৪ ওভারে যদি ২২ বা ২৫ রান হতো তাহলে মনে করতাম সফল। আসলে আমি খুশি না।’

নিজের অভিষেক ম্যাচের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘ডেব্যু ম্যাচে আসলে বোলিংটা যেরকম শুরু করার কথা ওরকম হয় নাই। তারপরও আলহামদুলিল্লাহ। ভালোই লাগছে। আরেকটু ভালো হতে পারত আমার কাছে মনে হয়।’

Advertisement

এসময় কনওয়ের ঐ ক্যাচের ব্যাপারে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে ঐ একটা ক্যাচ... ঐ সময় কনওয়ের রান ৪৭ ছিল। এরপর ৯২ রানে শেষ করল। ঐ ক্যাচটা হলে হয়তোবা আরও ২০টা রান কম থাকত। ঐ জায়গায় আমরা একটু পিছিয়ে গেছি।’

এসএএস/জেআইএম