খেলাধুলা

রংপুর শিবিরে করোনার হানা, অধিনায়কসহ আক্রান্ত তিন

জাতীয় ক্রিকেট লিগের প্রথম পর্ব শেষ না হতেই আক্রান্ত হয়েছেন সিলেটের পেসার ইবাদত হোসেন। আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় পর্ব শুরুর আগেই কোভিডের ভয়াল থাবায় ভীষণভাবে আক্রান্ত রংপুর বিভাগের দল।

Advertisement

অধিনায়ক নাঈম ইসলাম, উইকেটেরক্ষক ব্যাটসম্যান আকবর আলি এবং অলরাউন্ডার আলাউদ্দিন বাবু করোনাভাইরাসে আক্রান্ত। তারা তিনজনই এ পর্বে খেলছেন না। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তিনজনই করোনা পজিটিভ।

তবে নাঈম ইসলাম, আকবর আলি ও আলাউদ্দিন বাবুর যে করোনাই হয়েছে, রংপুর বিভাগীয় টিম ম্যানেজমেন্ট থেকে অজ্ঞাত কারণে এ তথ্য নিশ্চিত করা হয়নি। রংপুর ক্রিকেট গার্ডেনে খুলনা বিভাগীয় দলের সাথে ম্যাচ চলাকালীন সময়ে এ নিয়ে কোন কথা বলতে রাজি হননি রংপুর ম্যানেজার সাজিদ।

মুঠোফোনে জাগো নিউজের সঙ্গে আলাপে সাজিদ এ ব্যাপারে কোন কথা বলতে রাজি হননি। সৌজন্যতা বিনিময়ের পর কোভিড আক্রান্ত ক্রিকেটারের নাম ও সংখ্যা জানতে চাইলেই সাজিদ বলে ওঠেন, দুঃখিত! এসব বিষয়ে কথা বলা নিষেধ। আমি কিছু বলতে পারব না।

Advertisement

রংপুর টিম ম্যানেজমেন্ট থেকে ঐ তিন ক্রিকেটারের কোভিড-১৯ হওয়ার খবরটি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা না হলেও ঐ ম্যাচের স্কোরারদের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য, রংপুরের ক্রিকেট গার্ডেন মাঠে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর ও খুলনা। যেখানে টস জিতে ব্যাট করতে নেমে ৩৯ ওভার শেষে খুলনার সংগ্রহ ৬ উইকেটে ১৮১ রান। প্রথম রাউন্ডে সেঞ্চুরি মিস করা তুষার ১০৬ রানে ব্যাট করছেন।

এআরবি/এসএএস/জেআইএম

Advertisement