জাতীয়

বাংলাদেশে অবৈধ বাসিন্দা ছিলেন জাপানি মিয়াতা

বাংলাদেশে অবৈধভাবে ৯ বছর ধরে বসবাস করছিলেন জাপানি নাগরিক হিরোয়ি মিয়াতা (৬০)। সূত্র জানায়, ২০০৬ সালে তার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু এরপরও তিনি দেশে ফিরে যাননি। ম্যানেজ আর কৌশল করে থেকে গেছেন ঢাকায়।   জানা যায়, রাজধানীর উত্তরায় হিরোয়ি মিয়াতা(৬০) নামে এক জাপানি নারীকে হত্যার অভিযোগে মামলা দায়ের হয়েছে। তবে হত্যা নয়, তার মৃত্যু বার্ধক্যজনিত কারণে বলে ধারণা করছে পুলিশ।  পুলিশ জানায়, হিরোয়ি ২০০৬ সালে বাংলাদেশে আসেন। তার পাসপোর্ট নম্বর (TZ-0445778)। তবে সে বছরই তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও উত্তরা ৬নং সেক্টরের সিটি হোমস হোটেলে অবৈধভাবে বসবাস করতেন।  সিটি হোমস হোটেল কর্তৃপক্ষ জানায়, হিরোয়ি মিয়াতার কাছ থেকে ছয় লাখ টাকা পাওনা আছে তাদের।মিয়াতার মেয়ে মাকিকো হিরাবায়াশির বরাত দিয়ে পুলিশ জানায়, হিরোয়ি মো. জাকির পাটোয়ারি রতন নামে একজনের সঙ্গে বাংলাদেশে ব্যবসা করতেন।তার মৃত্যুর রহস্য নিয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও একে স্বাভাবিক মৃত্যু বলছে পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ‘তার মৃত্যু স্বাভাবিক। তাকে বসুন্ধরা আবাসিক এলাকার যে বাড়িটিতে সর্বশেষ রাখা হয়েছিল সেখান থেকে হোমপ্যাথিক ওষুধ পাওয়া গেছে। তিনি গুরুতর অসুস্থ ছিলেন এবং নিয়মিত চিকিৎসা নিচ্ছেলেন।’ তবে কেন হত্যা মামলা দায়ের করা হল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঝুঁকি এড়াতে তার ব্যবসায়িক পার্টনার এবং আশপাশের লোকেরা মুসলমান বলে উত্তরার সিটি করপোরেশন কবরস্থানে তার দাফন সম্পন্ন করেন। তাই লাশ গুমের অভিযোগে মামলাটি করা হয়েছে।’ এর আগে গত ২৬ অক্টোবর থেকে মিয়াতাকে পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ করেন তার মেয়ে মাকিকো হিরাবায়াশির। নিখোঁজের ঘটনায় নভেম্বরের ১৯ তারিখ উত্তরা পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বাংলাদেশস্থ জাপান দূতাবাসের ভাইস কনসাল কসুকে মাতসুনাগা। সোমবার বিকেলে তার মৃত্যু ও দাফনের বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই বাংলাদেশ পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ শুরু করে ঢাকায় অবস্থিত জাপান দূতাবাস।  বিষয়টি নিশ্চিত হতে সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও বিষয়টি এড়িয়ে যান। অবশেষে মঙ্গলবার সকাল ১১ টায় সংবাদ সম্মেলন করে বিষয়টি খোলাসা করার সিদ্ধান্ত নেয় ডিএমপি। তবে সাড়ে ১১ টার দিকে সংবাদ সম্মেলনটি বাতিল করে তারা। কারণ জানতে চাইলে স্পষ্ট করে কিছুই বলেননি ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলাম। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জাগো নিউজকে জানান, সংবাদ সম্মেলনটি বাতিলে জাপান দূতাবাস থেকে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। হিরোয়ি মিয়াতা গত ৯ বছর ধরে অবৈধভাবে বাংলাদেশে বসবাস করছেন। এই সংবাদ প্রকাশে জাপানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বলে সংবাদ সম্মেলনটি বাতিলের অনুরোধ করে তারা। এআর/এসএইচএস/পিআর

Advertisement