দেশজুড়ে

ছয়টি পণ্যের মোড়কে পাটের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত

নারায়ণগঞ্জ জেলায় ৬টি পণ্য (ধান, চাল, গম, ভূট্টা, সার ও চিনি) মোড়কীকরণে পাটের ব্যবহার বাধ্যতামূলক করা নিয়ে মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে ওই ৬টি পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার না করলে এক বছর কারাদণ্ড বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডনীয় হবে। ওইদিন থেকে সপ্তাহব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করবে মনিটরিং টিম, সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি ও মনিটরিং টিমের সদস্য মঞ্জুরুল হক, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরজু রহমান ভূঁইয়া ও মনিটরিং টিমের সদস্য আরজু রহমান ভূঁইয়া, কাঁচাপাট রফতানিকারক শহীদুল্লাহ সরকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভা সূত্রে জানা গেছে, ৬টি পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ বাস্তবায়নে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) আহ্বায়ক করে ৫ সদস্যের একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। আইনটি প্রয়োগ ও বাস্তবায়নের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বন ও পরিবেশ মন্ত্রণালয়, পাট অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও র্যাব এর সহায়তায় আগামী ৩০ নভেম্বর থেকে সপ্তাহব্যাপী নারায়ণগঞ্জের সড়ক, মহাসড়ক, চাল উৎপাদনকারী এলাকা এবং ঢাকার প্রবেশমুখসহ একসঙ্গে সমগ্র দেশে সাড়াশি অভিযান চলবে। যদি কোনো ব্যবসায়ী আইন অমান্য করে তাহলে তারা এক বছর কারাদণ্ড বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবে।সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনীতিতে পাটের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্য বহুমুখীকরণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের বিষয়ে নির্দেশনা প্রদান করেছেন। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ বাস্তবায়নের লক্ষ্যে বিজেএমসি ৪৮টি জেলায় ১৩৮ জন এজেন্ট নিয়োগ দিয়েছে। যার মধ্যে নারায়ণগঞ্জের এজেন্ট হলেন শহরের নিতাইগঞ্জ এলাকার ২ বঙ্গবন্ধু সড়কের মেসার্স কালাচান অ্যান্ড ব্রাদার্স।    মো. শাহাদাত হোসেন/এমএএস/পিআর

Advertisement