দেশজুড়ে

বরিশাল পলিটেকনিকে সংঘর্ষ

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে দুইদল ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক ছাত্রকে কুপিয়ে ও অপর একজনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসের মধ্যে অবস্থিত ছাত্রাবাসের ছাত্ররা ও বাইরে মেসের ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ধারালো অস্ত্রের আঘাতে আহত ছাত্র নিশাতকে শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর ছাত্র নাহিদকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা উভয়ে নিজেদের ছাত্রলীগ কর্মী বলে দাবি করেছেন।প্রতক্ষদর্শীরা জানান, কলেজ ক্যাম্পাসের মধ্যে অবস্থিত ছাত্রাবাসে পূর্ব নির্ধারিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। ক্যাম্পাস সংলগ্ন টুইন টাওয়ার ভবনের মেসের বাসিন্দা কয়েক ছাত্র সেখানে গিয়ে অনুষ্ঠানে তাদের কেন আমন্ত্রণ জানানো হয়নি তা জানতে চায়। আর এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়।পরে ছাত্রাবাসের দুই ছাত্র নাহিদ ও নিশাত অনুষ্ঠান থেকে বের হয়ে ক্যাম্পাসের প্রধান গেটের কাছে গেলে টুইন টাওয়ারের ছাত্ররা তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ খবর পেয়ে ছাত্রাবাসের ছাত্ররা লাঠিসোটা নিয়ে বের হলে টুইন টাওয়ারের ছাত্ররা তাদের ধাওয়া করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিদারুল আলম জানান, ক্যাম্পাসে দুই দল ছাত্রের মধ্যে মারামারির খবর তিনি শুনেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে তিনি বলেছেন। কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ক্যাম্পাস এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।সাইফ আমীন/এআরএ/পিআর

Advertisement