দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২১ জন পুরুষ ও নারী ১৪ জন। এ নিয়ে দেশে এ মহামারিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯০৪ জনে। একই সময়ে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৯০৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ৯৫ হাজার ৭১৪ জনে।
Advertisement
রোববার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সারাদেশের সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৪২৫টি নমুনা সংগ্রহ ও ২২ হাজার ১৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪৫ লাখ ৮৮ হাজার ৮৩০টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৫ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১২ দশমিক ৯৮ শতাংশ।
একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১১৯ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৯৪১ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৯ দশমিক ৯৭ শতাংশ।
Advertisement
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব ২১ জন।
বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, করোনায় মৃত ৩৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রামে দুজন, রাজশাহীতে দুজন, খুলনায় একজন এবং বরিশাল বিভাগে পাঁচজনের মৃত্যু হয়েছে।
এমইউ/এআরএ/জেআইএম
Advertisement