পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে কম পরিমাণে বিদেশি নাগরিক হত্যাকাণ্ড হচ্ছে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির কর্মীসমাবেশ শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী। এসময় ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির সভাপতি কমরেড আবুল হোসেন, সাধারণ সম্পাদক সিকান্দার আলীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সম্প্রতি মাত্র দুই বিদেশি নাগরিক হত্যা ও আরেকজনকে হত্যার চেষ্টার ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ বলে আখ্যায়িত করে পর্যটনমন্ত্রী বলেন, দেশের অাইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে। তিনি বলেন, গত বছরের তুলনায় চলতি বছর অনেক বেশি পর্যটক বাংলাদেশে এসেছেন। এসব হত্যকাণ্ডের ঘটনা বিদেশি পর্যটক আগমনে কোনো বাধার সৃষ্টি করবেনা।সকল উৎকণ্ঠা কাটিয়ে পর্যটন বর্ষ ২০১৬ সালে অন্তত ১০ লাখ বিদেশি পর্যটক এদেশে আসবেন বলে আশা করছেন তিনি।ছামির মাহমুদ/এমএএস/পিআর
Advertisement