রংপুর নগরীতে ঢিলেঢালাভাবে চলছে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল।
Advertisement
রোববার (২৮ মার্চ) সকাল থেকেই দোকানপাট ও অফিস আদালত খুলেছে। আন্তঃজেলা বাসসহ সড়ক-মহাসড়কে স্বাভাবিক রয়েছে সব ধরনের যান চলাচল। বেলা ১১টা পর্যন্ত হরতালের সমর্থনে বা হরতালবিরোধী কাউকে দেখা যায়নি।
এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন।
সম্মিলিত কওমি মাদরাসা পরিষদের রংপুর জেলা সভাপতি হেফাজত ইসলামের নেতা হাফেজ ইদ্রীস আলী জানান, হরতালের সমর্থনে শনিবার (২৭ মার্চ) বিকেলে নগরীতে বিক্ষোভ করা হয়েছে। এছাড়া আজ তাদের আর কোনো কর্মসূচি নেই।
Advertisement
তিনি আরও জানান, বিভিন্ন মাদরাসায় শিক্ষার্থীদের পরীক্ষা চলছে। এ কারণে রোববার কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, হরতালের সমর্থনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
জীতু কবির/এসজে/এমকেএইচ
Advertisement