দেশজুড়ে

রায়গঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে আগুন, চালক নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মদন চোয়ান নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন।

Advertisement

রোববার (২৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কর চান্দাইকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘট। নিহত ট্রাক চালক বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার তালার গ্রামের গোপাল চোয়ানের চেলে।

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, বগুড়া থেকে ঢাকাগামী মুরগির খাদ্য বোঝাই ট্রাকের সামনের চাকা ফেটে গেলে নরসিংদী থেকে বগুড়াগামী কাপড় বোঝাই একটি ট্রাকর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি ট্রাকে আগুন লেগে যায়। এতে মুরগির খাদ্য বোঝাই ট্রাকের চালক অগ্নিদগ্ধ হয় মারা যান।

তিনি আরও জানান, অপর ট্রাকে থাকা এক কাপড় ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজাহান আলী জানান, দুর্ঘটনায় দুটি ট্রাকসহ তিন কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

ইউসুফ দেওয়ান রাজু/এসজে/এমকেএইচ