দেশজুড়ে

রাজশাহীতে বিআরটিসির ২ বাসে আগুন

রাজশাহী নগরীর আমচত্বর ট্রাক টার্মিনালে পরিত্যক্ত অবস্থায় রাখা দুটি বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Advertisement

রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে মহানগরীর আমচত্বর এলাকায় এ ঘটনাটি ঘটে।

আমচত্বরে টহলরত পুলিশ ধোঁয়া দেখে ট্রাক টার্মিনালের ভেতরে গিয়ে আগ্নিকাণ্ড দেখতে পায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের উপপরিচালক মো. আব্দুর রশিদ বলেন, ‘পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমাদের দমকল বাহিনী গিয়ে আগুন নেভায়। একটি বাস পুরো পুড়ে গেছে। অপরটি আংশিক পুড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’

Advertisement

আগুনের সূত্রপাত বা কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘কীভাবে আগুন লেগেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এখন কিছুই বলা যাচ্ছে না।’

এদিকে নগর পুলিশের মুখপাত্র এডিসি গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘নওদাপাড়া আমচত্বরে আগুনের ধোঁয়া দেখে পুলিশ ঘটনাস্থলে যায়। কে বা কারা আগুন দিয়েছে এ সম্পর্কে কিছুই জানা যায়নি। এছাড়া বিআরটিসির ওই বাসগুলো পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন ট্রাক টার্মিনালে পড়েছিল।’

রোববার হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কারণে এই বাসে আগুন দেয়া হয়েছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, ‘পরিত্যক্ত বাসে আগুন লাগার ঘটনার সঙ্গে এ বিষয়ের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনাটি কীভাবে ঘটল তা কেউই এখনো নিশ্চিতভাবে বলতে পারছে না। তদন্ত সাপেক্ষেই তা বলা সম্ভব হবে।’

এসজে/এমএস

Advertisement