বিশ্বে প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটে চলেছে কত শত ঘটনা। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
শেখ হাসিনাসহ বিশ্বের ৪০ নেতাকে জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ বাইডেনের
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের গুরুত্বপূর্ণ ৪০ নেতাকে বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। শেখ হাসিনা ছাড়া দক্ষিণ এশীয় নেতাদের মধ্যে সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
ঘোষণা দিয়ে আরও ৫০ বিক্ষোভকারীকে গুলি করে মারল মিয়ানমার জান্তা
Advertisement
মিয়ানমারের জান্তা সরকার আরও ৫০ বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করেছে। শনিবার দেশটির সশস্ত্র বাহিনী দিবসেই সামরিক বাহিনীর হাতে প্রাণ হারালেন এসব গণতন্ত্রকামী মানুষ। দিবসটি সামনে রেখে আগেই বিশাল বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলেন মিয়ানমারের গণতন্ত্রকামী আন্দোলনকারীরা। তবে সেই আন্দোলনে গেলে মাথা ও পিঠে গুলি করা হতে পারে বলে শুক্রবার রাতে হুঁশিয়ারি দেয় জান্তা সরকার।মোদির ভিসা-পাসপোর্ট বাতিল চাইলেন মমতা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে বিশেষ শ্রেণির মানুষের জন্য ভোট চাইতে গিয়েছেন বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে মোদি নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ তুলে তার ভিসা ও পাসপোর্ট বাতিলের দাবি তুলেছেন মমতা।
মোদি কবে গ্রেফতার হয়ে কোন জেলে ছিলেন জানতে আবেদন কংগ্রেস নেতার
বাংলাদেশের মহান স্বাধীনতাকে সমর্থন করায় নরেন্দ্র মোদি গ্রেফতার হয়েছিলেন। এমনকি তাকে কারাগারেও যেতে হয়েছিল। শুক্রবার (২৬ মার্চ) বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে এই তথ্য জানান ভারতের বর্তমান প্রধানমন্ত্রী। তার এই তথ্যের বিস্তারিত এবং এ সংক্রান্ত ডকুমেন্টস ও রেকর্ড চেয়েছেন ভারতের জাতীয় কংগ্রেসের (আইএনসি) আহ্বায়ক সরল প্যাটেল। তথ্য অধিকার আইনের (আরটিআই) আওতায় এসব চাওয়া হয়।
Advertisement
২৫ বছরের সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করল ইরান-চীন
ইরান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা শনিবার ২৫ বছরের এক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছেন। তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভাদ জারিফ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ চুক্তিতে স্বাক্ষর করেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, অন্য দেশের সঙ্গে সম্পর্কের সিদ্ধান্ত ইরান স্বাধীনভাবে নেয়। কিছু দেশের মতো একটি ফোন কলেই সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে না।’ চুক্তিতে দ্বিপাক্ষিক বাণিজ্য আগামী এক দশকের মধ্যে দশগুণ বাড়িয়ে ৬০ হাজার কোটি ডলারে উন্নীত করতে সম্মত হয়েছে দুই দেশ।
গরিব দেশগুলোর জন্য এক কোটি টিকা চাইলেন ডব্লিউএইচও প্রধান
গরিব দেশগুলোর জন্য বিভিন্ন দেশ ও সংস্থার কাছে এক কোটি করোনা টিকা চেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। শুক্রবার (২৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে এই টিকার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। ডব্লিউএইচও প্রধান বলেন, ‘চলতি বছরের প্রথম ১০০ দিনের মধ্যে সব দেশে যেন টিকা প্রদাণ শুরু হয় তা নিশ্চিত করতে সব দেশকে একসঙ্গে কাজ করার জন্য শুরুতেই আমি আহ্বান জানিয়েছিলাম।’
আইএসের হামলায় মোজাম্বিকে হতাহত বহু, হোটেলে আটকা বিদেশিসহ ১৮০ জন
পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকের উত্তরাঞ্চলীয় একটি শহরে আইএস সংশ্লিষ্ট সংগঠনের হামলার পর তিনদিন ধরে হোটেল আটকা রয়েছেন বিদেশি কর্মীসহ অন্তত ১৮০ জন বেসামরিক নাগরিক। ইতোমধ্যেই তাদের খাবার ফুরিয়ে গেছে, আর সশস্ত্র হামলাকারীরাও ধীরে ধীরে হোটেলের দিকে এগিয়ে আসছে। সরকারি নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার দিয়ে আটকেপড়া নাগরিকদের উদ্ধারের চেষ্টা করলেও তা এখনও সম্ভবপর হয়নি।
উন্নয়নে প্রশংসার দাবিদার বাংলাদেশ : ম্যাক্রোঁ
অর্থনৈতিকভাবে বাংলাদেশ যেভাবে এগিয়েছে, তার জন্য দেশটি প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ। শুক্রবার বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় এ কথা বলেছেন তিনি।এবার যুক্তরাষ্ট্র-কানাডার কর্মকর্তাদের ওপর চীনের নিষেধাজ্ঞা
উইঘুর বিতর্কে যুক্তরাজ্যের পর এবার যুক্তরাষ্ট্র ও কানাডার কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। এই পদক্ষেপের মাধ্যমে চীন, হংকং ও ম্যাকাওতে এদের সকলের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া চীনে এই তিনজনের কোনো সম্পত্তি থেকে থাকলেও তা স্থগিত করা হবে এবং চীনের কোনো নাগরিক বা প্রতিষ্ঠান এদের সঙ্গে কোনো ব্যবসায় জড়িত হতে পারবে না।
উত্তাপের মধ্যে পশ্চিমবঙ্গ-আসামে প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু
পশ্চিমবঙ্গ ও আসামে বিধানসভা নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে ভোটদানের সময় একঘণ্টা বাড়ানো হয়েছে। স্থানীয় সময় শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গের ২৯৫টি আসনের মধ্যে প্রথম ধাপে নির্বাচন হচ্ছে ৩০টিতে এবং আসামের ১২৬টি আসনের মধ্যে হচ্ছে ৪৭টিতে। বঙ্গের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে।
এমকে/জিকেএস