সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ মার্চ) বাদ আসর রাজধানীর বারিধারা মসজিদে অনুষ্ঠিত জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
Advertisement
এর আগে শনিবার ভোর ৫টা ২৫ মিনিটের দিকে সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবী মারা যান। তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাহবুবুর রহমান মৃত্যুকালে দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মরহুমের মেয়ে হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব।
অ্যাডভোকেট মাহবুবুর রহমান ১৯৮৪ সালে জাতীয় পার্টির সরকারের ধর্মমন্ত্রী ও ১৯৮৬ সালে শিক্ষামন্ত্রী ছিলেন। পরবর্তীতে তিনি বিএনপিতে যোগ দিয়ে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ আসন (চাটখিল) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মাহবুবুর রহমান ১৯৬২ সালের ১২ ডিসেম্বর থেকে মৃত্যুর আগ পর্যন্ত একটানা ৫৮ বছর দেশের উচ্চ আদালতে আইনজীবী পেশায় নিয়োজিত ছিলেন।
Advertisement
এফএইচ/এমআরআর