বাংলাদেশের মহান স্বাধীনতাকে সমর্থন করায় নরেন্দ্র মোদি গ্রেফতার হয়েছিলেন। এমনকি তাকে কারাগারেও যেতে হয়েছিল।
Advertisement
শুক্রবার (২৬ মার্চ) বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে এই তথ্য জানান ভারতের বর্তমান প্রধানমন্ত্রী।
তার এই তথ্যের বিস্তারিত এবং এ সংক্রান্ত ডকুমেন্টস ও রেকর্ড চেয়েছেন ভারতের জাতীয় কংগ্রেসের (আইএনসি) আহ্বায়ক সরল প্যাটেল। তথ্য অধিকার আইনের (আরটিআই) আওতায় এসব চাওয়া হয়।
শুক্রবার ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক তথ্য কর্মকর্তার কাছে আরটিআই ফাইল করেন সরল প্যাটেল।
Advertisement
এ বিষয়ে জানিয়ে টুইটারে তিনি লিখেন, ‘আমি জানতে আগ্রহী যে, তিনি কোন ভারতীয় আইনের অধীনে গ্রেফতার হয়েছিলেন। গ্রেফতারের সময় তিনি কোন কারাগারে ছিলেন।’
তথ্য চেয়ে সরল প্যাটেল তার আবেদনে উল্লেখ করেন, ‘মোদি কখন ও কবে গ্রেফতার হয়েছিলেন তার নির্দিষ্ট তারিখ, তাকে কোন কারাগারে রাখা হয়েছিল, গ্রেফতার সংক্রান্ত সব ডকুমেন্টস ও রেকর্ড সরবরাহ করবেন।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়া আমার জীবনের প্রথম আন্দোলনগুলোর মধ্যে একটি ছিল। যখন আমি ও আমার অনেক সহকর্মী বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য সত্যাগ্রহ করেছিলাম। বাংলাদেশের স্বাধীনতার সমর্থন করায় আমি গ্রেফতার হয়েছিলাম এবং কারাগারেও গিয়েছিলাম। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার জন্য যতটা আকুলতা এখানে ছিল ততোটা আকুলতা সেখানেও ছিল।’
জেডএইচ/জিকেএস
Advertisement