কেমিক্যালযুক্ত শ্যাম্পু-কন্ডিশনার ব্যবহার করা আমাদের নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। গরমে চুল হয়ে পড়ে চিটচিটে। এ সময় মাথার ত্বক ঘেমে চুল বেশি নোংরা হয়।
Advertisement
শ্যাম্পু করার পরেই আবার চুল হয়ে ওঠে তেল চিটচিটে। এ সমস্যা থেকে বাঁচতে গরমে চুলে ব্যবহার করুন প্রাকৃতিক উপায়ে তৈরি গ্রিন-টি-অ্যালোভেরার শ্যাম্পু।
প্রাকৃতিক উপাদানে তৈরি এ শ্যাম্পু সালফেটমুক্ত হওয়ায় চুল ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। নিয়মিত এ ঘরোয়া শ্যাম্পু ব্যবহারে আপনার চুল হয়ে উঠবে আরও ঝলমলে ও কোমল।
চুল পড়ার সমস্যা কামিয়ে নতুন চুল উঠবে দ্রুত। চলুন তবে জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন এ শ্যাম্পু-
Advertisement
>> একটি পাত্রে অল্প আঁচে কয়েকটি গ্রিন টি ব্যাগ ২০০ মিলি লিটার পানিতে ২৫ মিনিটের জন্য ফুটিয়ে নিন। চুলা থেকে নামিয়ে মিশ্রণটি ঠান্ডা হতে দিন।
>> একেবারে ঠান্ডা হয়ে গেলে এ মিশ্রণে ২০০ মিলি লিটার লিকুইড সোপ, অ্যালোভেরা জেল এবং এক টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে দিন।
>> চাইলে প্রাকৃতিক সুগন্ধিও যুক্ত করতে পারেন এ মিশ্রণে। এজন্য ল্যাভেন্ডার বা গোলাপের কয়েক ফোঁটা তেল ব্যবহার করতে পারেন।
>> তৈরি হয়ে গেল আপনার ঘরোয়া শ্যাম্পু। গ্রিন টি-অ্যালোভেরার এ শ্যাম্পু চুল পরিষ্কারের সময় ব্যবহার করুন।
Advertisement
>> এ শ্যাম্পু ব্যবহার করলে কন্ডিশনার ব্যবহার করতে হবে না। কারণ এ শ্যাম্পু সম্পূর্ণ কেমিক্যালমুক্ত। তাই ব্যবহারের পর পানিতে ধুয়ে নিন।
>> চুল শুকিয়ে গেলে দেখুন কন্ডিশনার ব্যবহার বাদেই কতটা ঝলমলে আর কোমল হয়েছে! নিয়মিত ব্যবহারে পার্থক্য চোখে পড়বে।
টাইমস অব ইন্ডিয়া/জেএমএস/এএসএম