রাজনীতি

হেফাজতের হরতালের সমর্থনে ইসলামী আন্দোলনের মিছিল

হেফাজতে ইসলামের ডাকা হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলে দলটির প্রায় কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

Advertisement

শনিবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ৩টার আগে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পল্টন মোড় ঘুরে দৈনিক বাংলা মোড়ে এসে ৩টা ৫০ মিনিটের দিকে শেষ হয়।

এসময় মিছিল থেকে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘জনতা মুক্তি পাক পুলিশি রাষ্ট্র নিপাত যাক’, ‘জ্বালো রে জ্বালো আগুন জ্বালো’, ‘আগামীকালের হরতাল সফল হোক সফল হোক’ স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা।

এদিকে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সতর্ক অবস্থান নেয় পুলিশ সদস্যরা। তবে মিছিলে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

Advertisement

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে ২৬ মার্চ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করে হেফাজতে ইসলাম। এর মধ্যে চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের কর্মীদের সংঘর্ষে চারজন নিহত হন।

এ ঘটনায় শনিবার (২৭ মার্চ) সারাদেশে বিক্ষোভ এবং রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম।

পিডি/জেডএইচ/জিকেএস

Advertisement