অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশ হয়েছে তরুণ শিশুসাহিত্যিক ও সাংবাদিক মাহবুব এ রহমানের শিশুকিশোর গল্পের বই ‘ভূত স্যার’। বইমেলায় অক্ষরবৃত্তের ১৪৮ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। এ ছাড়া চট্টগ্রাম, সিলেট ও খুলনাসহ দেশব্যাপী চলমান বইমেলায় প্রকাশনীর স্টলে পাওয়া যাবে।
Advertisement
অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি প্রতিযোগিতায় শিশুসাহিত্য বিভাগের নির্বাচিত পাণ্ডুলিপি হিসেবে বইটি প্রকাশ করছে অক্ষরবৃত্ত প্রকাশন। সম্পূর্ণ চার রঙের অলংকরণ সমৃদ্ধ বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। অলংকরণ করেছেন জয়ন্ত মালো।
‘ভূত স্যার’ মাহবুব এ রহমানের তৃতীয় বই। এর আগে তার দুটি বই প্রকাশ হয়েছে। মাহবুব এ রহমান বলেন, ‘ভূত স্যার আমার তৃতীয় বই। বইটি শিশু-কিশোর উপযোগী ভৌতিক গল্পের বই। তবে এ বইয়ে গতানুগতিকতার বাইরে গিয়ে এমন কিছু গল্প লেখার চেষ্টা করেছি, যা পড়ে শিশুরা আনন্দের পাশাপাশি পাবে শিক্ষণীয় কিছু বার্তা।’
মাহবুব এ রহমানের লেখালেখির হাতেখড়ি ছোটবেলায়। এর আগে ‘ফুল পাখিদের মেলা’ ও ‘মুমু ও তার ফুলপরি বন্ধুরা’ নামে দুটি বই প্রকাশ হয়েছিল। দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে রয়েছে তার সরব উপস্থিতি।
Advertisement
বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্মান তৃতীয় বর্ষে অধ্যয়নরত। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সংযুক্ত আছেন সাংবাদিকতার সঙ্গে। সম্পাদনা করছেন সাহিত্যের ছোটোকাগজ ‘রেলগাড়ি’।
এসইউ/এএসএম