জাতীয়

পদ্মা সেতুর নদীশাসনের চুক্তি সম্পন্ন

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নদীশাসন কাজের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভ্যাল হলে চীনা কোম্পানি সিনো হাইড্রো কর্পোরেশনের সঙ্গে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।বাংলাদেশের পক্ষে সেতু বিভাগের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এবং কোরিয়ার সিনো হাইড্রো কর্পোরেশনের পক্ষে ডেপুটি চিফ (ইকোনোমিক) প্রকৌশলী  ল্যাই লিউ সান চুক্তিতে স্বাক্ষর করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও ২ দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।রোববার মূল পদ্মা সেতুর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান জানান, ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ দেশের সর্ববৃহৎ এই সেতুতে থাকবে ৪২টি পিলার। প্রতিটি পিলারের দূরত্ব হবে ১৫০ মিটার। নদীর ২ দিকে দেড় কিলোমিটার করে ৩ কিলোমিটার সংযোগ সেতুর জন্য তৈরি করা হবে আরও ২৪টি পিলার। ৬৬ পিলারের জন্য ৬৬ পয়েন্টে মাটি পরীক্ষার প্রয়োজন। মূল সেতুর ৪২টি পিলারের মধ্যে ডিজাইন তৈরির সময় ১৩টি পয়েন্টে মাটি পরীক্ষা হয়েছে। অন্য ২৯ পয়েন্টে মাটি পরীক্ষা করতে হবে। মাটি পরীক্ষা শুরু হয়েছে।কামরুজ্জামান আরও বলেন, মূল সেতুর ৪০টি পিলারে ৬টি করে ২৪০টিসহ মোট ২৬৪টি পাইল তৈরি করতে হবে। চীনের নানটোংয়ের স্টিল কাটার ফেব্রিকেশন ওয়ার্কশপে ৯০ মিটার করে ১০টি পাইল পরীক্ষামূলকভাবে নির্মাণ করা হচ্ছে। শীঘ্রই এসব পাইল দেশে আনা হবে। পরীক্ষার পর প্রয়োজনীয় চাহিদামতো আরও পাইল নির্মাণ করা হবে।

Advertisement