বিশ্বে প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটে চলেছে কত শত ঘটনা। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
মিয়ানমারে নিহত তিন শতাধিক, ব্রিটেন-যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত জান্তাবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা তিনশ’ ছাড়িয়েছে। গত বৃহস্পতিবারই এ তালিকায় যোগ হয়েছেন অন্তত নয়জন। এসবের জেরে মিয়ানমার সামরিক বাহিনীর ওপর নিষেধাজ্ঞার পরিধি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত মিয়ানমারের গণআন্দোলন
Advertisement
মিয়ানমারের সেনা অভ্যুত্থানবিরোধী গনআন্দোলনকে ২০২২ সালের নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত করা হয়েছে। নরওয়ের ইউনিভার্সিটি অব অসলোর সামাজিক বিজ্ঞানের অধ্যাপক ক্রিশ্চিয়ান স্টোকসহ আরও পাঁচ শিক্ষাবিদ এই মনোনয়ন দেন।
শেখ হাসিনাকে ইমরান খানের চিঠি, দুই দেশের সম্পর্ক নবায়নের আহ্বান
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। চিঠিতে শেখ হাসিনাকে পাকিস্তান সফরে আমন্ত্রণ জানানোর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে রীতিমতো আকুতি জানিয়েছেন তিনি।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে সৌদি আরবের শুভেচ্ছা
Advertisement
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ ও বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা দিবসের আগমুহূর্তে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সৌদি আরবের বাদশা ও যুবরাজ।
মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩২
মিসরের উত্তরাঞ্চলীয় শহর সোহাগে শুক্রবার দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৬০ জন। ঘটনাস্থলে ৩৬টি অ্যাম্বুলেন্স কাজ করছে। আহতের স্থানীয় হাসপাতালে নেয়া হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের ভিডিওতে দেখা যায়, ট্রেনের বগি উলটে আছে এবং ভেতর যাত্রীরা আটকা পড়ে আছেন। এছাড়া চারিদিকে ট্রেনের ভাঙা অংশ ছড়িয়ে রয়েছে।
মুম্বাইয়ে হাসপাতালে আগুন, করোনা আক্রান্ত ৩ জনের মৃত্যু
ভারতের মুম্বাইয়ে একটি হাসপাতালে আগুন লেগে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) স্থানীয় সময় রাতে সানরাইজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কোভিড স্পেশাল ওই হাসপাতালটি একটি শপিংমলের ভেতরে অবস্থিত। ঘটনার পর হাসপাতালটি থেকে ৭০ জনেরও বেশি রোগীকে উদ্ধার করে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।
যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহত ৫, বিদ্যুৎবিচ্ছিন্ন বহু এলাকা
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাবামায় একরাতেই আঘাত হেনেছে একঝাঁক টর্নেডো। এতে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে সেখানকার বেশ কিছু এলাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, টর্নেডোর তাণ্ডবে বাতাসে বিভিন্ন ধ্বংসাবশেষ উড়ে বেড়াচ্ছে, গাছপালা উপড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর।
সুয়েজ খাল বন্ধে প্রতি ঘণ্টায় ক্ষতি ৪০ কোটি ডলার
সুয়েজ খালে মালবাহী জাহাজ ‘এভার গিভেন’ আটকে যাওয়ায় প্রতিদিন ৯৬০ কোটি টাকার পণ্য পরিবহন আটকে আছে। এর ফলে প্রতি ঘণ্টায় ক্ষতি হচ্ছে ৪০ কোটি ডলার। মঙ্গলবার জাহাজটি সুয়েজ খালের তলানির সঙ্গে আটকে যায়। জাহাজটি সুয়েজ খালের মাঝ বরাবর আটকে যাওয়ায় দুদিক থেকে আর কোনো জাহাজ চলাচল করতে পারছে না। এটি ছাড়ানোর জন্য চেষ্টা অব্যাহত থাকলেও এতে কয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উইঘুর প্রশ্নে এবার ব্রিটিশ এমপিদের ওপর চীনের নিষেধাজ্ঞা
চীনের শীর্ষ কর্মকর্তাদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা আরোপের কয়েক দিনের মধ্যেই দেশটির পাঁচ এমপিসহ মোট নয়জন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘মিথ্যা ও ভুল তথ্য’ ছড়ানোর কারণে এই তারা এই পদক্ষেপ নিয়েছে।
অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন রফতানি হতে দেবে না ইইউ
ভ্যাকসিন সরবরাহের চুক্তি পূরণ করার আগ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন ইউরোপ থেকে অন্য কোথাও রফতানি না হওয়ার বিষয়টি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিশ্চিত করবে। ইইউর অভ্যন্তরীণ বাজার কমিশনার থিয়েরি ব্রেটন শুক্রবার এ কথা বলেন। ব্রেটন বলেন, ‘আমাদের কাছে সরঞ্জাম রয়েছে এবং আমরা নিশ্চিত করব যে সবকিছু ইউরোপেই থাকবে যতক্ষণ পর্যন্ত কোম্পানিটি তাদের প্রতিশ্রুতি পূরণ না করবে।’
এমকে/জেআইএম