দেশজুড়ে

আগুনে পুড়ল কৃষক শমসের আলীর তিনটি ঘর

মানিকগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শমসের আলী নামে এক কৃষকের ছোট বড় তিনটি টিনের ঘর। শুক্রবার (২৬ মার্চ) সকালে জেলার হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের কৌচা গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয় বাসিন্দা মো. রহিম বলেন, ‘শমসেরের তিনটি ঘরে আগুন ছড়িয়ে পড়লে প্রতিবেশীদের নজরে আসে। তারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। কিন্তু ততক্ষণে ঘরসহ সকল মালামাল ভস্মীভূত হয়ে যায়।’

এ বিষয়ে কৃষক শমসের আলী বলেন, ‘তার তিন মেয়ে এবং দুই ছেলে। প্রতিবন্ধী এক ছেলে আর স্ত্রীকে নিয়ে বাড়িতে বসবাস করতেন তিনি। সকালে হঠাৎ ঘরে আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। চোখের সামনে তিল তিল করে গড়ে তোলা বাড়ির তিনটি ঘর, ধান, নগদ ৪৫ হাজার টাকাসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘সরকার অথবা বিত্তবানদের সহযোগিতা ছাড়া তার পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। তার পক্ষে জীবন ধারণ করাই এখন অসম্ভব।’

Advertisement

হরিরামপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার বিজন বিশ্বাস বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর জানার পর তারা ঘটনাস্থলে যান। তবে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বি.এম খোরশেদ/আরএইচ/এএসএম